menu-iconlogo
huatong
huatong
avatar

Amay Chaira Jaiyo Na Ato Pashan Hoiyo Na

Shahin Sultana mim/Js Jisanhuatong
লিরিক্স
রেকর্ডিং
এই পথের দিকে চাইয়া থাকি কখন আসবে তুমি

মিষ্টি মুখের হাসি দেখে প্রান জুড়াবো আমি

একটা দিন না তোমার সাথে যদি দেখা হয়

তোমার লাগি কাইন্দা চোখে পানি কথা কয়

আমার যতো ইচ্ছেরা সব ডানা মেলে উড়ে

তোর কারণে আবেগ গুলো প্রতি রাইতে পুড়ে

আর হবে না তোরই সাথে কোনো দিনও কথা

আর হবে না তোরই সাথে প্রেমের লেনাদেনা

আমায় ছাইড়া যাইওনা এতো পাষান হইওনা

ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে না বাচবো না

আমায় ছাইড়া যাইওনা এতো পাষান হইওনা

ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে না বাচবো না

কথা ছিলো তোর আর আমার বাধবো সুখের ঘর

বিনিময়ে তোরে চাইয়া কষ্ট জনম ভর

একলা ছিলাম একলা জীবন সেই তো ছিলো ভালো

ভালো বাইসা তোরে জীবন হইলো এলোমেলো !

আর হবে না তোরই সাথে কোনো দিনো কথা

আর হবেনা তোরই সাথে প্রেমের লেনাদেনা

আমায় ছাইড়া যাইও না এতো পাষান হইও না

ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে বাচবো না

আমায় ছাইড়া যাইও না এতো পাষান হইও না

ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে বাচবো না

আমায় ছাইড়া যাইও না এতো পাষান হইও না

ওগো সত্যি বলছি তোমায় ছাড়া প্রানে বাচবো না

Shahin Sultana mim/Js Jisan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে