menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং

একবার যেতে দেনা

আমায় ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা

আমায় ছোট্ট সোনার গাঁয়

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে

আপন ঠিকানায়

একবার যেতে দেনা

আমায় ছোট্ট সোনার গাঁয়

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে

পিদিম জ্বালা সাঁজের বেলা

শান বাঁধানো ঘাটে

গল্পকথার পানসি ভিড়ে

রূপ কাহিনীর বাটে

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়

মধুর মধুর মায়ের কথায়

প্রাণ জুড়িয়ে যায়

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে

আপন ঠিকানায়

একবার যেতে দেনা

আমায় ছোট্ট সোনার গাঁয়

ফসল ভরা স্বপ্ন ঘেরা

পথ হারানো ক্ষেতে

মৌ মৌ মৌ গন্ধে যেথায়

বাতাস থাকে মেতে

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়

মমতারই শিশিরগুলো

জড়িয়ে থাকে পায়

যেথায় কোকিল ডাকে কুহু

দোয়েল ডাকে মুহু মুহু

নদী যেথায় ছুটে চলে

আপন ঠিকানায়

একবার যেতে দেনা

আমায় ছোট্ট সোনার গাঁয়

একবার যেতে দেনা

আমায় ছোট্ট সোনার গাঁয়

Shahnaz Rahmatullah থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে