ভাইঃ ভাই আর বোন কত আদরের এই বাধন
ভাই আর বোন কত আদরের এই বাধন
এই বাধন এমনি আপন
মমতায় ভিজে যায় চোখেরি কোণ
ভাই আর বোন কত আদরের এই বাধন
এই বাধন এমনি আপন
মমতায় ভিজে যায় চোখেরি কোণ
বোনঃ ভাই আর বোন কত আদরের এই বাধন
ভাইঃ বোনেরি মুখে দেখি মায়েরি মুখ
বুক ভাংগা স্নেহে যেনো ভেংগে যায় বুক
বোনেরি মুখে দেখি মায়েরি মুখ
বুক ভাংগা স্নেহে যেনো ভেংগে যায় বুক
বোনঃ বাবার ছবি ভাসে এ দুটি চোখে
ভাই হয়ে উঠে যেন বাবার মতন
ভাই আর বোন কত আদরের এই বাধন
বোনঃ দুহাতে বুকের মাঝে আগলে রেখে
ছায়া হয়ে থাকে ভাই,হাসি মুখে
দুহাতে বুকের মাঝে আগলে রেখে
ছায়া হয়ে থাকে ভাই,হাসি মুখে
ভাইঃ জীবন দিয়েই চাই বোনেরি সুখ
যদি না দেখি ওকে হয়রে মরণ
ভাই বোনঃ ভাই আর বোন কত আদরের এই বাধন
এই বাধন এমনি আপন
মমতায় ভিজে যায় চোখেরি কোণ
ভাই আর বোন কত আদরের এই বাধন