menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

অসম্ভবে কখন কবে

মেঘের সাথে মিল হলো ক্যান

হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

অসম্ভবে কখন কবে

মেঘের সাথে মিল হলো ক্যান

হোক অযথা এসব কথা

তাল না হয়ে তিল হলো ক্যান

কূয়োর তলে ভীষণ জলে

খাল না হয়ে ঝিল হলো ক্যান

হোক অযথা এসব কথা

তাল না হয়ে তিল হলো ক্যান

কূয়োর তলে ভীষণ জলে

খাল না হয়ে ঝিল হলো ক্যান

ধুত্তরি ছাই মাছগুলো তাই

ফুল না হয়ে চিল হলো ক্যান

হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

অসম্ভবে কখন কবে

মেঘের সাথে মিল হলো ক্যান

ধুত্তরি ছাই মাছগুলো তাই

ফুল না হয়ে চিল হলো ক্যান

হোক কলরব ফুলগুলো সব

লাল না হয়ে নীল হলো ক্যান

Shayan Chowdhury Arnob থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে