menu-iconlogo
huatong
huatong
avatar

Ei Hridoy Valobase Tumay

Sheikh sadihuatong
লিরিক্স
রেকর্ডিং
আমার চোখের আড়ালে আছো

তবু আছো তুমি মনের মাঝে,

আমায় রেখে দূরে চলে যাও

তবু স্মৃতি গুলো চোখে ভাসে।

এ হৃদয় ভালোবাসে তোমায়

এ হৃদয় ভালোবাসে তোমায়,

এ হৃদয় ভালোবাসে তোমায়

এ হৃদয় ভালোবাসে তোমায়।।

জানে না হৃদয় কখন কী হয়

তোমার মাঝে কীভাবে হারায়,

সুখের ভেলা ভেসে চলে যায়

কিনারায় শুধু তোমাকেই চায়।

এ হৃদয় ভালোবাসে তোমায়

এ হৃদয় ভালোবাসে তোমায়,

এ হৃদয় ভালোবাসে তোমায়

এ হৃদয় ভালোবাসে তোমায়।।

অনেক মায়া কালো ছায়া

এই প্রেম এই ভালোবাসায়,

শেষটা যেন মোর তোমাতেই হয়

নিঃস্ব আমি এই ভরসায়।

এ হৃদয় ভালোবাসে তোমায়

এ হৃদয় ভালোবাসে তোমায়,

এ হৃদয় ভালোবাসে তোমায়

এ হৃদয় ভালোবাসে তোমায়..

Sheikh sadi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Sheikh sadi-এর Ei Hridoy Valobase Tumay - লিরিক্স এবং কভার