menu-iconlogo
huatong
huatong
avatar

Bondho Janala

Shironamhinhuatong
লিরিক্স
রেকর্ডিং
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর

অবাক রোদ ভেজা তপ্ত দুপুর

আরেকবার তোমাদের লাল, নীল রঙ আনন্দে

একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।

সারাবেলা বন্ধ জানালা…

যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়

ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়

যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়

ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়

যদি সহস্র শব্দের উৎসব থেকে যায়

সারা বেলা বন্ধ জানালা…

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,

কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে,

কোনো একলা রাস্তায় অবাক ভ্রমণে

যদি ইচ্ছের নীল রঙ আকাশ ছুঁয়ে যায়

সারাবেলা বন্ধ জানালা…

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর

অবাক রোদ ভেজা তপ্ত দুপুর

আরেকবার তোমাদের লাল, নীল রঙ আনন্দে

একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।

সারাবেলা বন্ধ জানালা…

Shironamhin থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে