menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
সুরে সুরে কত গেয়েছি

তোমাকে কাছে চেয়েছি

পেয়েছিলাম অবশেষে

ভুলতে দিবো না তোমাকে

সুরে সুরে কত গেয়েছি

তোমাকে কাছে চেয়েছি

পেয়েছিলাম অবশেষে

ভুলতে দিবো না তোমাকে

ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যথায়

দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই

সবটুকু আদর দিয়ে

রাখতে চেয়েছি মনের খাঁচায়

চলে যাবে বলে যেতে

এখন লাগে অযথা

সারাটি জীবন যেন সাজিয়েছি নিজেকে

তোমাকে দিয়ে দিবো বলে

বৃথা চেষ্টা জলে তলিয়ে গেলো

নিজেকে হারিয়েছি সেই ঢেউয়ে

সারাটি জীবন যেন সাজিয়েছি নিজেকে

তোমাকে দিয়ে দিবো বলে

বৃথা চেষ্টা জলে তলিয়ে গেলো

নিজেকে হারিয়েছি সেই ঢেউয়ে

ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যাথায়

দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই

সবটুকু আদর দিয়ে

রাখতে চেয়েছি মনের খাঁচায়

চলে যাবে বলে যেতে

এখন লাগে অযথা

ভুল করে জড়াবে আমাকে তোমারই ব্যথায়

দিয়েছি তোমাকে আমি আমার পুরোটাই

Shitom Ahmed/3mon থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে