menu-iconlogo
huatong
huatong
avatar

Shishire shishire sharodo akashe

Shivadrita Bhattacharyyahuatong
লিরিক্স
রেকর্ডিং
িশিরে শিশিরে শারদ আকাশে

ভোরের আগমনী

শিশিরে শিশিরে শারদ আকাশে

ভোরের আগমনী

শিউলি ঝরানো দিন আনে সে,

শিউলি ঝরানো দিন আনে সে

চির দিনের বানী..

ভোরের আগমনী

শিশিরে শিশিরে শারদ আকাশে

ভোরের আগমনী।

সোনার আলোয় জাগবে পৃথিবী,

বাজবে আলর বাঁশি

সোনার আলোয় জাগবে পৃথিবী,

বাজবে আলর বাঁশি

আকাশ পটে মাহামায়ার,

ভুবন মোহীনি হাসি।

দিকে দিকে আজ উঠবে বেজে,

দিকে দিকে আজ উঠবে বেজে

মায়ের পদধ্বনি।

শিশিরে শিশিরে শারদ আকাশে

ভোরের আগমনী।

বিশ্ব আজিকে ধ্যানমগ্না,

উদ্ভাসিত আশা

বিশ্ব আজিকে ধ্যানমগ্না,

উদ্ভাসিত আশা

তাপিত তৃষিত ধরায় জাগবে,

প্রানের নতুন ভাষা।

মৃন্ময়ী মা আবির্ভূতা

মৃন্ময়ী মা আবির্ভূতা, অসুরবিনাশীনি।

শিশিরে শিশিরে শারদ আকাশে

ভোরের আগমনী

শিউলি ঝরানো দিন আনে সে,

শিউলি ঝরানো দিন আনে সে

চির দিনের বানী ..

ভোরের আগমনী

শিশিরে শিশিরে শারদ আকাশে

শিশিরে শিশিরে শারদ আকাশে

শিশিরে শিশিরে শারদ আকাশে

ভোরের আগমনী।

Shivadrita Bhattacharyya থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে