menu-iconlogo
huatong
huatong
avatar

মায়া নাই তোর অন্তরে

Shohaghuatong
লিরিক্স
রেকর্ডিং
গান রেকর্ড করার সময় হেডফোন সাউন্ড একটু

কমিয়ে নিবেন।

এতো ভালোবাসলাম তোরে

এতো ভালোবাসলাম তোরে

তুই কান্দাইলি আমারে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে।

পাষান বন্ধু রে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে... ।

এতো ভালোবাসলাম তোরে

এতো ভালোবাসলাম তোরে

তুই কান্দাইলি আমারে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে।

পাষান বন্ধু রে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে... ।

আমি, সুখের আশায় প্রেম করিলাম।

বিনিময়ে দুঃখ পাইলাম।

সুখের আশায় প্রেম করিলাম।

বিনিময়ে দুঃখ পাইলাম।

তারে চাইলাম নাহি পাইলাম।

তারে চাইলাম নাহি পাইলাম।

সব নিয়তির খেলা রে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে।

পাষান বন্ধু রে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে... ।

এতো ভালোবাসলাম তোরে

এতো ভালোবাসলাম তোরে

তুই কান্দাইলি আমারে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে।

পাষান বন্ধু রে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে... ।

এতো ভালোবাসলাম তোরে

এতো ভালোবাসলাম তোরে

তুই কান্দাইলি আমারে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে।

পাষান বন্ধু রে।

মায়া নাই মায়া নাই তোর অন্তরে... ।

Shohag থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে