ও বন্ধু লাল গোলাপী
ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
ও বন্ধু লাল গোলাপী
ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
follow me
M RAHMAN DJ RS
তুমি বন্ধু হইলে আমার
নাইতো কিছু বাকি পাওয়ার
তুমি আমি দু’জন মিলে সাজাইবো সুখের সংসার
তুমি বন্ধু হইলে আমার
নাইতো কিছু বাকি পাওয়ার
তুমি আমি দু’জন মিলে সাজাইবো সুখের সংসার
সাজাইবো সুখের সংসার
তুমাকে পাইলে সুখি
তুমাকে পাইলে সুখি হইবো রে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
গানটা ওসি করলে প্লিজ আমার
ইনবক্সে দিবেন গানের শেষে
একটা লাইক দিতে ভুলবেননা
ফুল ও সজ্জা সাজাইবো
প্রেম ও পাসা খেলাইবো
আমার মনের যত গুপন আসা সবই মিটাইবো
ফুল ও সজ্জা সাজাইবো
প্রেম ও পাসা খেলাইবো
আমার মনের যত গুপন আসা সবই মিটাইবো
আসা সবই মিটাইবো
রাখিবো তোরে আমার
রাখিবো তোরে আমার আদরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
করবো দুজন প্রেম আলিংগন
হইবো মধের মধুর মিলন
প্রেম বন্ধনে রাখবে তোমায়
মাসুদ হাসান তখন
করবো দুজন প্রেম আলিংগন
হইবো মধের মধুর মিলন
প্রেম বন্ধনে রাখবে তোমায়
মাসুদ হাসান তখন
মাসুদ হাসান তখন
যাই ও না কভু আমায়
যাই ও না কভু আমায় ছেড়ে রে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
ও বন্ধু লাল গোলাপী
ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে
ও বন্ধু লাল গোলাপী
ও বন্ধু লাল গোলাপী কই রইলা রে
এসো এসো বুকে রাখি বো ধোরে
এসো এসো বুকে রাখি বো ধোরে