menu-iconlogo
logo

Elomelo Raat

logo
লিরিক্স
এলো যে এলোমেলো রাত

বাজে হাওয়ায় মোৎসার্ট,

এলো যে এলোমেলো রাত আর

জোনাকিদের কনসার্ট..

চাঁদের বাড়ি যে কোথায়

সহজে কি জানা যায়,

সেসব কথা জানে শুধুই রাত।

আমিও চাঁদ হয়ে যাই

মেখে তোমার রোশনাই,

আকাশ যেন বৃষ্টিভেজা ছাত।

তুমিই তো এই মন

তোমায় আজীবন,

আমার প্রয়োজন..

এলো যে এলোমেলো রাত

বাজে হাওয়ায় মোৎসার্ট,

এলো যে এলোমেলো রাত আর

জোনাকিদের কনসার্ট।

পালিও না আর, ছুঁয়ে থাকো হাত।

ভিজে যাই তোমারই আদরে

উড়িয়ে ঘুম, বেলা নিঝুম,

সময়ও আজ থেমে থাক।

ফের জড়াই কুয়াশা-চাদরে

এ’ ভেজা মনকে, মেঘ-পালঙ্কে,

খামোখা ভুল হয়ে যাক।

নামেই না আর ভোর

রাতের এমন ঘোর,

এ’ কোন মায়াডোর।

এলো যে এলোমেলো রাত

বাজে হাওয়ায় মোৎসার্ট,

এলো যে এলোমেলো রাত আর

জোনাকিদের কনসার্ট।

চাঁদের বাড়ি যে কোথায়

সহজে কি জানা যায়,

সেসব কথা জানে শুধুই রাত।

তুমিই তো এই মন

তোমায় আজীবন,

আমার প্রয়োজন।

এলো যে এলোমেলো রাত

বাজে হাওয়ায় মোৎসার্ট,

এলো যে এলোমেলো রাত আর

জোনাকিদের কনসার্ট।

পালিও না আর, ছুঁয়ে থাকো হাত।