menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ভাগ্য আমায় ছোবল মা‌রে

র‌ক্তে বি‌ষের জ্বালা

তু‌মি আমার আধার রা‌তে

একশ তারার মালা

‌তোমার আমার এই কাহিনী

হাজার বছর ধ‌রে

ভা‌লোবাসার গান শোনা‌বে

প্রা‌চিন কোনো সু‌রে

(‌কোরাস)

ও‌ বেহুলা

আ‌মি মর‌লে আমায় নিয়া

ভাসাইও ভেলা।।

ছাইড়া গেল স্বজন সুজন

তু‌মি তবু পা‌শে

তোমার মতন এমন ক‌রে

আর কে ভা‌লোবা‌সে

‌তোমার কায়া বড় মায়া

ব‌টের ছায়া চো‌খে

আগ‌লে রা‌খো বন্ধু আমায়

এই দু‌নিয়া থে‌কে

কা‌লো‌মে‌ঘে ডুব‌লো আকাশ

বজ্র হানাহা‌নি

আকাশ জা‌নে তোমায় ভা‌লো

বা‌সি কতখা‌নি

Shunno থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে