menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
পাগলি তোর পাগলা কই?

পাগলা তোর পাগলি কই?

পাগলি তোর পাগলা নাই?

আহারে, পাগলির পাগলা নাই

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

তোর মন police-এর হাতে আমি

Arrest হতে চাই

তোর প্রেমের কারাগারে

আমি বন্দী হতে চাই

তোর মন police-এর হাতে আমি

Arrest হতে চাই

তোর প্রেমের কারাগারে

আমি বন্দী হতে চাই

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

পাগলি তোর পাগলা হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারায়

আমার এ মন বারবার হারায়

তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারায়

আমার এ মন বারবার হারায়

তুই থাকলে কাছে হৃদয় বাঁচে

ভেতর ঘরে একটা আলো দেখতে পাই

পাগলি তোর পাগলা হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

পাওয়া, না পাওয়া

আমার মওলার হাতে

মওলা চাইলে সবই পাড়ে

পাওয়া, না পাওয়া

আমার মওলার হাতে

মওলা চাইলে সবই পাড়ে

মওলা, আমি যেন তারে সাথে পাই

এপার-উপার সুখে থাকতে চাই

মওলা, আমি যেন তারে সাথে পাই

এপার-উপার সুখে থাকতে চাই

পাগলা তোর পাগলি হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

পাগলি তোর পাগলা হতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

এপার-উপার সুখে থাকতে চাই

তোর প্রেমনলে পুইড়া হবো ছাই

Shurov Islam/moyuri/band ghuri থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে