গানের স্বরলিপি পরিবার (GSP)
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ হৃদয় তোমাকেই খুজবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
আর ও সুন্দর সুন্দর কারাওকে পেতে আমার
সংবুক ঘুরে আসতে পারেন ।
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে
হো... সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে
ভালবাসা হয়ে তুমি এ বুকে রবে
হারাবো যেদিন আমি অন্ধকারে
বুঝবে সেদিন তুমি বুঝবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
গানটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কেউ
আনলাইক দেবেন না ধন্যবাদ পাশে থাকার জন্য
ভূল বোঝে দূরে সরে তুমি গেছো চলে
জানলে না কি যে ব্যাথা হৃদয়ে দিলে
হো ভূল বোঝে দূরে সরে তুমি গেছো চলে
জানলে না কি যে ব্যাথা হৃদয়ে দিলে
ভেঙ্গে যাবে সব ভূল জানি একদিন
খুজবে সেদিন তুমি খুজবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে
এ হৃদয় তোমাকেই খুজবে
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে।
এই মন আমার পাথর তো নয়
সব ব্যাথা সয়ে যাবে নিরবে
ধন্যবাদ পাশে থাকার জন্য
গানের স্বরলিপি পরিবার (GSP)