menu-iconlogo
huatong
huatong
avatar

এই বুকে জমে আছে তোমার

SI Tutulhuatong
লিরিক্স
রেকর্ডিং
এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা

হো এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা

তুমি কোথায় এই মন জানে না

তুমি হিনা এই প্রাণ বাঁচে না

আজও খুঁজি আমি তোমারি ঠিকানা

আজও খুঁজি আমি তোমারি ঠিকানা

তুমি কোথায় এই মন জানে না

তুমি হিনা এই প্রাণ বাঁচে না

হো হো হো হো হো ..

ভাবিনি এভাবে নিঃস্ব করে

চলে যাবে আমায় একা পেলে

জানি না কার ভুলে হারালে সুদূরে

ভাসালে আমায় চোখের জলে..

ভাবিনি এভাবে নিঃস্ব করে

চলে যাবে আমায় একা পেলে

জানি না কার ভুলে হারালে সুদূরে

ভাসালে আমায় চোখের জলে..

আজও খুঁজি আমি তোমারি ঠিকানা

আজও খুঁজি আমি তোমারি ঠিকানা

তুমি কোথায় এই মন জানে না

তুমি হিনা এই প্রাণ বাঁচে না

কি অভিমান ছিল তোমার মনে

পোড়ালে এ হৃদয় কোন অনলে

প্রশ্ন জাগে মনে আজ বারে বারে

পাবো আমি তোমায় কোথায় গেলে

নতুন গান পেতে আমাকে লাইক

হেই কি অভিমান ছিল তোমার মনে

পোড়ালে এ হৃদয় কোন অনলে

প্রশ্ন জাগে মনে আজ বারে বারে

পাবো আমি তোমায় কোথায় গেলে

আজও খুঁজি আমি তোমারি ঠিকানা

আজও খুঁজি আমি তোমারি ঠিকানা

তুমি কোথায় এই মন জানে না

তুমি হিনা এই প্রাণ বাঁচে না

এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা

হে এই বুকে জমে আছে তোমার দেয়া বেদনা

তুমি কোথায় এই মন জানে না

তুমি হিনা এই প্রাণ বাঁচে না

তুমি কোথায় এই মন জানে না

তুমি হিনা এই প্রাণ বাঁচে না

SI Tutul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

SI Tutul-এর এই বুকে জমে আছে তোমার - লিরিক্স এবং কভার