menu-iconlogo
huatong
huatong
avatar

যায় দিন যায় একাকি

SI Tutulhuatong
লিরিক্স
রেকর্ডিং
যায় দিন...যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন...যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও,এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন,যায় দিন এ..কাকী

হুম..তারই আশায় প্রহর গুনে

দিন এমনি ফুরাবে

ও..না পাওয়ার এই

মন আকাশে স্বপ্ন একে যাবে

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন....যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন....যায় দিন... এ..কাকী

গানটি সেভ করার পর দয়াকরে

লাইক দিয়ে এক্টিভ থাকুন আরো

SI Tutul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

SI Tutul-এর যায় দিন যায় একাকি - লিরিক্স এবং কভার