menu-iconlogo
huatong
huatong
avatar

যায় দিন যায় একাকী Jay Din Jay Ekaki

S.I Tutulhuatong
লিরিক্স
রেকর্ডিং
ও হো..ও হো ও ও

ওহো ও .. ....

ওহো হো ও ও ও

ও ও ও ও ও

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় দিন একাকী

আজ বিরহের আখর দিয়ে মন লিখেছে কবিতা

সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ওওও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় দিন একাকী

হো তারই আশায় প্রহর গুনে

দিন এমনি ফুরাবে

ও..না পাওয়ার এই মন আকাশে স্বপ্ন একে যাবে

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় দিন একাকী

S.I Tutul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে