menu-iconlogo
huatong
huatong
avatar

Bhul Kore Jodi Kokhono

SI Tutulhuatong
লিরিক্স
রেকর্ডিং
ভুল করে যদি কখনো মনে পরে আমায়

নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার

মনে রেখো আমি এখনো তোমারি প্রতীক্ষায়,

ভুল করে যদি কখনো মনে পরে আমায়

নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার

..............

রাত জেগে জেগে যদি

দু চোঁখে পড়ে বিষাদের ছায়া

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া

.......

রাত জেগে জেগে যদি

দু চোঁখে পড়ে বিষাদের ছায়া

অভিমানের পালা শেষ না হলেও

বুকে জমে থাকে মায়া

মনে রেখো আমি এখনো তোমারি প্রতীক্ষায়

ভুল করে যদি কখনো মনে পরে আমায়

নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার

..............

সারাটা দিন ভরে যদি

নিজেকে বড় একাকী লাগে

অভিযোগের কথা শেষ না হলেও

শেষ হবে অনুরাগে,

.......

সারাটা দিন ভরে যদি

নিজেকে বড় একাকী লাগে

অভিযোগের কথা শেষ না হলেও

শেষ হবে অনুরাগে,

মনে রেখো আমি এখনো তোমারী প্রতীক্ষায়

ভুল করে যদি কখনো মনে পরে আমায়

নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার

মনে রেখো আমি এখনো তোমারী প্রতীক্ষায়

ভুল করে যদি কখনো মনে পরে আমায়

নিরবে যদি ঐ দুটি চোঁখ জলে ভিজে তোমার

ধন্যবাদ

SI Tutul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

SI Tutul-এর Bhul Kore Jodi Kokhono - লিরিক্স এবং কভার