মেয়েঃ মিষ্টি মিষ্টি কথা কইয়া
মন নিয়াছো কারিয়া
ভ্রমর যেমন খায় গো মধু
ফুলেতে আসন দিয়া
ছেলেঃ মিষ্টি মিষ্টি কথা কইয়া
মন নিয়াছো কারিয়া
ভ্রমর যেমন খায় গো মধু
ফুলেতে আসন দিয়া
মেয়েঃ দুই একটা দিন যায় না ভালো
লাগে শুধু গন্ডগোল
আমার লাভের মাঝে...
আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
ছেলেঃ আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
<><><><><><><><>
মেয়েঃ সকল কথা যায়না বলা
বাড়লো দ্বিগুণ মনের জালা
তো..মার কাছে আসিয়া---
ছেলেঃ নদীর বুকে যত পানি
তারো বেশি পেরেশানি
তো..মায় ভালবাসিয়া
মেয়েঃ সুখের আশায় প্রেম করিয়া
মনে হইলো এ কোন ভুল
আমার লাভের মাঝে
আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
ছেলেঃ আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
ছেলেঃ কেমন রোগে ধরল মোরে
রইতে নারি আপন ঘরে
শুধু..তোমারও লাগিয়া
মেয়েঃ এক দন্ড না দেখলে পরে
প্রানটা জানি কেমন করে
যেন..গো যাই মরিয়া
ছেলেঃ গেলাম দুজন আজ ডুবিয়া
যে সাগরে নাই গো কুল
আমার লাভের মাঝে...
আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
মেয়েঃ আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
ছেলেঃ মিষ্টি মিষ্টি কথা কইয়া
মন নিয়াছো কারিয়া
ভ্রমর যেমন খায় গো মধু
ফুলেতে আসন দিয়া
মেয়েঃ দুই একটা দিন যায় না ভালো
লাগে শুধু গন্ডগোল
আমার লাভের মাঝে..
ছেলেঃ আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
মেয়েঃ আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল
ছেলেঃ আমার লাভের মাঝে
কি লাভ হইলো গলাতে কলঙ্কের ফুল