menu-iconlogo
huatong
huatong
si-tutul-ranas-library-keu-prem-kore-cover-image

Rana’s Library – Keu Prem Kore কেউ প্রেম করে

S.I Tutulhuatong
লিরিক্স
রেকর্ডিং
Keu Prem Kore

Singer: S I Tutul

Arranged By Rana

**********

**********

কেউ প্রেম করে,

কেউ প্রেমে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

কেউ প্রেম করে,

কেউ প্রেমে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

কেউ ভুল করে,

কেউ ভুলে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

**********

**********

আগেতো হয়নি এমন,

মন করে কেমন কেমন

ইচ্ছেরা উড়াল মারে,

কোথায় বারে বারে…

আগেতো হয়নি এমন,

মন করে কেমন কেমন

ইচ্ছেরা উড়াল মারে,

কোথায় বারে বারে…

কেউ ভুল করে,

কেউ ভুলে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

**********

**********

হে... এ এ এ

হে এ এ

হে হে হে হে হে হাহা

**********

স্বপ্ন দেখি একা আমি,

হায়রে আজব পাগলামি

আমার হয়ে গেল কী যে,

উলট পালট আমি নিজে

স্বপ্ন দেখি একা আমি,

হায়রে আজব পাগলামি

আমার হয়ে গেল কী যে,

উলট পালট আমি নিজে

কেউ ভুল করে,

কেউ ভুলে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

কেউ প্রেম করে,

কেউ প্রেমে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

কেউ প্রেম করে,

কেউ প্রেমে পড়ে

আমার হয়েছে কোনটা,

জানে না এই মনটা

==ধন্যবাদ=

S.I Tutul থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে