Music upload Singer Aslam
বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না
চোখেতে চোখ রেখে বল বলোনা আমায় কি মনে পরেনা
কতদিন কত রাত এই বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না
বুকেতে হাত রেখে বল বলোনা
আমায় কি মনে পড়েনা
Music upload Singer Aslam
কতদিন গত হল দেখি না তোমার চাঁদমুখ
একা একা কাদি আমি হয়তো শুনেছো তুমি সেই তো আমার বড় সুখ
Music upload Singer Aslam
কতদিন গত হল দেখি না তোমার চাঁদমুখ
একা একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি সেই তো তোমার বড় সুখ
কত মান-অভিমান বলেছ জানের জান তুমি ছাড়া এ জীবন চাইনা
বুকেতে হাত রেখে বলো বলো না
আমায় কি মনে পড়েনা
Music upload Singer Aslam
বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যতনে
সারাক্ষণই ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস্ব তুমি বিহনে
Music upload Singer Aslam
বুকেরই ভিতর আমি রেখেছি তোমাকে যতনে
সারাক্ষনই ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস্ব তুমি বিহনে
এ মনের আঙিনায় তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাইনা
বুকেতে হাত রেখে বল বলোনা আমায় মনে পড়ে না
চোখেতে চোখ রেখে বল বলোনা আমায় কি মনে পড়ে না
কতদিন কত রাত এ বুকে রেখে হাত
বলেছিলে তুমি আর কারো না
বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়েনা
ধন্যবাদ সবাইকে