menu-iconlogo
huatong
huatong
avatar

বুকেতে হাত রেখে বলো বলো না ডিজে

Singer Aslamhuatong
লিরিক্স
রেকর্ডিং
Music upload Singer Aslam

বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না

চোখেতে চোখ রেখে বল বলোনা আমায় কি মনে পরেনা

কতদিন কত রাত এই বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না

বুকেতে হাত রেখে বল বলোনা

আমায় কি মনে পড়েনা

Music upload Singer Aslam

কতদিন গত হল দেখি না তোমার চাঁদমুখ

একা একা কাদি আমি হয়তো শুনেছো তুমি সেই তো আমার বড় সুখ

Music upload Singer Aslam

কতদিন গত হল দেখি না তোমার চাঁদমুখ

একা একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি সেই তো তোমার বড় সুখ

কত মান-অভিমান বলেছ জানের জান তুমি ছাড়া এ জীবন চাইনা

বুকেতে হাত রেখে বলো বলো না

আমায় কি মনে পড়েনা

Music upload Singer Aslam

বুকেরি ভিতর আমি রেখেছি তোমাকে যতনে

সারাক্ষণই ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস্ব তুমি বিহনে

Music upload Singer Aslam

বুকেরই ভিতর আমি রেখেছি তোমাকে যতনে

সারাক্ষনই ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস্ব তুমি বিহনে

এ মনের আঙিনায় তোমাকে ছাড়া অন্য কিছু ভেবে পাইনা

বুকেতে হাত রেখে বল বলোনা আমায় মনে পড়ে না

চোখেতে চোখ রেখে বল বলোনা আমায় কি মনে পড়ে না

কতদিন কত রাত এ বুকে রেখে হাত

বলেছিলে তুমি আর কারো না

বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়েনা

ধন্যবাদ সবাইকে

Singer Aslam থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে