menu-iconlogo
huatong
huatong
slow-version-aguner-din-cover-image

Aguner Din | আগুনের দিন শেষ হবে একদিন

sLow Versionhuatong
natashashaketa89huatong
লিরিক্স
রেকর্ডিং

হৃদয়ে জ্বলছে যে বহ্নি

সে একদিন তারা হয়ে জ্বলবে

জোছনায় নীল হবে অমনি

সে আলোর পথ ধরে চলবে

সেই যাত্রায়, কেন হায়

ভয় হয়, নিশিদিন

আগুনের দিন শেষ হবে একদিন

ঝরণার সাথে গান হবে একদিন

এই পৃথিবী ছেড়ে চল যাই

স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন

আগুনের দিন শেষ হবে একদিন

ঝরণার সাথে গান হবে একদিন

জোনাকির, গান বুঝি থামল

চাঁদনী যে লুকাল আড়ালে

শিশিরে, স্নান করে ভোর হয়

তুমি এসে দুটি হাত বাড়ালে

এই ভুবন, যে নুতন, এই স্বপন

চিরদিন

আগুনের দিন শেষ হবে একদিন

ঝরণার সাথে গান হবে একদিন

এই পৃথিবী ছেড়ে চল যাই

স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন

আগুনের দিন শেষ হবে একদিন

ঝরণার সাথে গান হবে একদিন

এই পৃথিবী ছেড়ে চল যাই

স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন

আগুনের দিন শেষ হবে একদিন

ঝরণার সাথে গান হবে একদিন

Thanks

sLow Version থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে