menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
বন্ধু বন্ধু বন্ধুরে… তোরা কেমন আছিস রে…

তোদের ছেড়ে দুর প্রবাশে একা লাগেরে

ও…বন্ধু বন্ধু বন্ধুরে তোরা কেমন আছিস রে…

তোদের ছেড়ে দুর প্রবাশে একা লাগেরে

সুখ দু:খ ঘিরে তোরা থাকিস যতই দুরে

এই গানটা যেন সবাইকে আবারো এক করে

বন্ধু বন্ধু বন্ধুরে তোরা কেমন আছিস রে…

তোদের ছেড়ে দুর প্রবাশে একা লাগেরে

এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম

জিবনের তাগিদে সবাই ছিন্ন হয়ে গেলাম

এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম

জিবনের তাগিদে সবাই ছিন্ন হয়ে গেলাম

সুখ দু:খ ঘিরে তোরা থাকিস যতই দুরে

এই গানটা যেন সবাইকে আবারো এক করে

ও…বন্ধু বন্ধু বন্ধুরে…তোরা কেমন আছিস রে

তোদের ছেড়ে দুর প্রবাশে একা লাগেরে

যানি ফিরে তো পাবোনা, সেই সুখের দিনগুলি

তবু হৃদয়েতে জমা তোদের ভালোবাসার বুলি

যানি ফিরে তো পাবোনা, সেই সুখের দিনগুলি

তবু হৃদয়েতে জমা তোদের ভালোবাসার বুলি

সুখ দু:খ ঘিরে তোরা থাকিস যতই দুরে

এই গানটা যেন সবাইকে আবারো এক করে

বন্ধু বন্ধু বন্ধুরে… তোরা কেমন আছিস রে…

তোদের ছেড়ে দুর প্রবাশে একা লাগেরে

Thnnk You Follow Me

Smak Azad | বন্ধু বন্ধু বন্ধু রে Orginal থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে