menu-iconlogo
huatong
huatong
avatar

Chol Dotong Pahar

Sohan Alihuatong
💫𝗥𝗔𝗡𝗔💫ZᴏOᴍhuatong
লিরিক্স
রেকর্ডিং

হো হো হো হো হো হো হো হো

হো হো হো হো হো হো হো হো

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

আমি মারফা রেঁধে দেবো পাতে

বিন্নি চালের ভাত সাথে

দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন

পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে

আয়েশ করেই কাটুক এ যৌবন

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

>>Zoom Family<<

এই ইটের শহর পোড়ায় খালি জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে

কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে

এই ইটের শহর পোড়ায় খালি জোড়াতালি জীবন আমার ভাল্লাগেনা রে

কে কার রাখে খবর দম ফুরালেও একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে

কে পাইলো কার কি গেলো, কার কি বা আসে যায়

মন ঝিরির পথে হাটার লোভে কেমন করে হায়

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

>>Rana<<

এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনা রে

যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনারে

এক শেকড় কাটা বৃক্ষ আমি, ডালপালা নাই নতুন পাতাও আর আসেনারে

যে যার নিজের মত ফুল থেকে ফুল সৃষ্টি খেলায় মত্ত আমার ফুল জোটেনারে

এই ছোট্ট জীবন স্বপ্ন যেমন কিসের তরে হায়

তাই জটিল ধাঁধার শহর ছেড়ে মন পাহাড়েই যায়

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

আমি মারফা রেঁধে দেবো পাতে

বিন্নি চালের ভাত সাথে

দু বেলা দু মুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন

পুবের হু হু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙ্গা গান ধরে

আয়েশ করেই কাটুক এ যৌবন

চলো দোতং পাহাড় জুম ঘরে

পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো

হো হো হো হো হো হো হো

হো হো হো হো হো হো হো

Sohan Ali থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে