menu-iconlogo
huatong
huatong
avatar

Jagorone Jai Bibhabori

Solata/Kabir Suman/Anjan Dutthuatong
লিরিক্স
রেকর্ডিং

=============

জাগরণে যায় বিভাবরী-

আঁখি হতে ঘুম নিল হরি

কে নিল হরি

মরি মরি

জাগরণে যায় বিভাবরী-

আঁখি হতে ঘুম নিল হরি

কে নিল হরি

মরি মরি

জাগরণে যায় বিভাবরী

=============

যার লাগি ফিরি একা একা-

আঁখি পিপাসিত, নাহি দেখা,

যার লাগি ফিরি একা একা-

আঁখি পিপাসিত, নাহি দেখা

তারি বাঁশি ওগো তারি বাঁশি

তারি বাঁশি বাজে হিয়া ভরি

মরি মরি

জাগরণে যায় বিভাবরী

বাণী নাহি, তবু কানে কানে

কী যে শুনি কী যে শুনি

তাহা কেবা জানে।

বাণী নাহি, তবু কানে কানে

কী যে শুনি কী যে শুনি

তাহা কেবা জানে

এই হিয়া ভরা বেদনাতে,

বারি-ছলোছলো আঁখি পাতে

এই হিয়া ভরা বেদনাতে,

বারি-ছলোছলো আঁখি পাতে

ছায়া দোলে তারি ছায়া দোলে

ছায়া দোলে দিবানিশি ধরি

মরি মরি

জাগরণে যায় বিভাবরী-

আঁখি হতে ঘুম নিল হরি

মরি মরি

জাগরণে যায় বিভাবরী-

জাগরণে যায় বিভাবরী

জাগরণে যায় বিভাবরী

Solata/Kabir Suman/Anjan Dutt থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে