আমি এতো যে তোমায় ভালোবেসেছি..
আমি এতো যে তোমায় ভালোবেসেছি
তবু মনে হয় - এ যেন গো কিছু নয়
কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এতো যে তোমায় ভালোবেসেছি
Search hashtag #MasudRKhan for more tracks
তোমার কাজল চোখে যে গভীর
ছায়া কেঁপে ওঠে ওই
তোমার অধরে ওগো যে হাসির
মধু-মায়া ফোটে ওই
তারা এই অভিমান বোঝে না আমার
বলে, তুমিতো আমায় ভালোবেসেছো
শুধু, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন, আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এতো যে তোমায় ভালোবেসেছি
Search hashtag #MasudRKhan for more tracks
তুমিতো জানোনা ওগো তোমার
প্রাণের ওই সুরের কাছে
আমার গানের বাণী
আহত পাখীর মত লুটায়ে আছে..
তবুও এ মাধবী রাতে আমায়
যে মালা তুমি পড়ালে
যে মাধুরী দিয়ে মোর
শূন্য জীবন তুমি ভরালে
তারা এ দ্বীনতাটুকু দেখে না আমার
বলে, তুমিতো আমায় ভালোবেসেছো
শুধু, আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন, আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়
আমি এতো যে তোমায় ভালোবেসেছি
==================