menu-iconlogo
huatong
huatong
avatar

Ja Pakhi Ure Ja Na

Subhamita Banerjeehuatong
লিরিক্স
রেকর্ডিং
যা পাখি উড়ে যা'না

আজ হারাতে নেই মানা তুই যা উড়ে

খোলা আকাশের নীল খামে

মেঘ লিখেছে বেনামি উড়ো চিঠি

যা পাখি উড়ে যা'না

আজ হারাতে নেই মানা তুই যা উড়ে

এ বুকের খাঁচা খুলে দিলাম তোকে

জানি যাবি যে যা উড়ে থাকিস সুখে

এ বুকের খাঁচা খুলে দিলাম তোকে

জানি যাবি যে যা উড়ে থাকিস সুখে

নীল সীমানায় যদি মনে হয়

নীল সীমানায় যদি মনে হয়

ঘরে বন্ধী এই বন্ধুকেও তুই দিস টানা

যা পাখি উড়ে যা'না

আজ হারাতে নেই মানা তুই যা উড়ে

আমারও আকাশ এখন বন্ধ ঘরে

বন্ধী জীবন একা একা ঘুমরে মরে

আমারও আকাশ এখন বন্ধ ঘরে

বন্ধী জীবন একা একা ঘুমরে মরে

উড়ে যেতে চাই তোর সাথে তাই

উড়ে যেতে চাই তোর সাথে তাই

দেনা তোর মতো সব হারাবার সেই ঠিকানা

যা পাখি উড়ে যা'না

আজ হারাতে নেই মানা তুই যা উড়ে

খোলা আকাশের নীল খামে

মেঘ লিখেছে বেনামি উড়ো চিঠি

যা পাখি উড়ে যা'না

আজ হারাতে নেই মানা তুই যা উড়ে

Subhamita Banerjee থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে