menu-iconlogo
huatong
huatong
avatar

গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়- ফিরোজা বেগম

Subhohuatong
লিরিক্স
রেকর্ডিং
নজরুল সঙ্গীত

তালঃ দাদরা

শিল্পিঃ ফিরোজা বেগম

অনুরোধঃ চন্দ্রবিন্দু মিউজিক বিডি (CBM FAMILY)

আপলোডঃ শুভ (MMS FAMILY)

গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়

কে যেন আমারে ডাকে

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি

কার স্মৃতি বুকে পাষাণের মত

ভার হয়ে যেন থাকে

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি।।

মিউজিক…

কাহার ক্ষুধিত প্রেম যেন হায়

ভিক্ষা চাহিয়া কাঁদিয়া বেড়ায়

কার সকরুণ আঁখি দু’টি যেন

রাতের তারার মত

মুখপানে চেয়ে থাকে

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি।।

মিউজিক…

নিশীর বাতাসে কাহার হুতাশ

দীরঘ নিশ্বাস সম

ঝড় তোলে এসে অন্তরে মোর

ওগো দুরন্ত মম

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি।

মহাসাগরের ঢেউয়ের মতন

বুকে এসে বাজে

কাহার রোদন

পিয়া পিয়া নাম জপে অবিরাম

পিয়া পিয়া নাম জপে অবিরাম

বনের পাপিয়া পাখি

আমার চম্পা শাঁখে

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি

সে কি তুমি।।

ধন্যবাদ।

Subho থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Subho-এর গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়- ফিরোজা বেগম - লিরিক্স এবং কভার