menu-iconlogo
huatong
huatong
avatar

চরণ ধরিতে দিয়ো গো আমারে- জয়তী চক্রবর্তী

Subhohuatong
লিরিক্স
রেকর্ডিং
রবীন্দ্র সঙ্গীত

রাগঃ ভৈরবী

তালঃ অর্ধঝাঁপ

শিল্পিঃ জয়তী চক্রবর্তী

অনুরোধঃ চন্দ্রবিন্দু মিউজিক বিডি (CBM FAMILY)

আপলোডঃ শুভ (MMS FAMILY)

চরণ ধরিতে

দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে

জীবন মরণ সুখ দুখ দিয়ে

বক্ষে ধরিব জড়ায়ে

চরণ ধরিতে

দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে।।

মিউজিক...

স্খলিত শিথিল কামনার ভার

বহিয়া বহিয়া ফিরি কত আর

স্খলিত শিথিল কামনার ভার

বহিয়া বহিয়া ফিরি কত আর

নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার

ফেলো না আমারে ছড়ায়ে

চরণ ধরিতে

দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে।।

মিউজিক...

চির পিপাসিত বাসনা বেদনা

বাঁচাও তাহারে মারিয়া

শেষ জয়ে যেন হয় সে বিজয়ী

তোমারি কাছেতে হারিয়া

বিকায়ে বিকায়ে দীন আপনারে

পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে

বিকায়ে বিকায়ে দীন আপনারে

পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে

তোমারই করিয়া নিয়ো গো আমারে

বরণের মালা পরায়ে

চরণ ধরিতে

দিয়ো গো আমারে

নিয়ো না, নিয়ো না সরায়ে।।

ধন্যবাদ।

Subho থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Subho-এর চরণ ধরিতে দিয়ো গো আমারে- জয়তী চক্রবর্তী - লিরিক্স এবং কভার