menu-iconlogo
huatong
huatong
subir-nandi-hajar-moner-kache-cover-image

হাজার মনের কাছে প্রশ্ন Hajar moner kache

Subir Nandihuatong
লিরিক্স
রেকর্ডিং
হাজার মনের কাছে প্রশ্ন রেখে

একটি কথাই শুধু জেনেছি আমি

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই..

প্রেম বলে কিছু নেই...

কিছু নেই

হাজার মনের কাছে প্রশ্ন রেখে...

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব

বলে প্রেম, সেইতো ফুলে যা সৌরভ

তবুও মানুষ করে হৃদয়ের গৌরব

বলে প্রেম, সেইতো ফুলে যা সৌরভ

আমি বলি মিছে সব মানুষের জন্য

ফুলে..র মত মন

মানুষের নেই...

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই...

প্রেম বলে কিছু নেই...

কিছু নেই

হাজার মনের কাছে প্রশ্ন রেখে...

নিজের হাতে গড়া স্বার্থের শৃংখল

হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল

নিজের হাতে গড়া স্বার্থের শৃংখল

হয়ে গেছে আজ তো পৃথিবীর সম্বল

যারা চায় চিরদিন, চেয়ে তারা ধন্য

যারা চায় চিরদিন, চেয়ে তারা ধন্য

আস..লে দেবার কারো

কিছু আর নেই...

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই..

প্রেম বলে কিছু নেই...

কিছু নেই

হাজার মনের কাছে প্রশ্ন রেখে

একটি কথাই শুধু জেনেছি আমি

পৃথিবীতে প্রেম বলে কিছু নেই..

প্রেম বলে কিছু নেই..

কিছু নেই

হাজার মনের কাছে প্রশ্ন রেখে...

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Subir Nandi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে