menu-iconlogo
huatong
huatong
avatar

Amar E Duti Chokh

Subir Nandihuatong
লিরিক্স
রেকর্ডিং
হুম... আ... ওহো...

আমার এ দুটি চোখ, পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মতো

তোমার পথের পানে বয়ে বয়ে যায়

আমার এ দুটি চোখ, পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মতো, তোমার পথের পানে

বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়

আমি তো বাগান নই, তবু কেন ফুটে ফুল

আগুনে ফিরে আসে, ব্রোমরের মতো হুল

আমি তো বাগান নই, তবু কেন ফুটে ফুল

আগুনে ফিরে আসে, ব্রোমরের মতো হুল

কতো বরষায় আমার হৃদয় শুধু

মেঘ হয়ে যায়, মেঘ হয়ে যায়

আমার এ দুটি চোখ, পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মতো, তোমার পথের পানে

বয়ে বয়ে যায়

ও ও... ও ও...

ও ও... ও ও...

ও ও... ও ও...

ও ও... ও ও...

ও ও ও.. ও..ও

শুনিতে চাই না গান, তবু সুর ফিরে আসে

সপ্নের বাঁশি বাজে, জীবনের বারো মাসে

ও শুনিতে চাই না গান, তবু সুর ফিরে আসে

সপ্নের বাঁশি বাজে, জীবনের বারো মাসে

কতো রাত্রিতে আমার প্রদীপ শুধু

জ্বলে জ্বলে যায়, জ্বলে জ্বলে যায়

আমার এ দুটি চোখ, পাথর তো নয়

তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়

কখনো নদীর মতো, তোমার পথের পানে

বয়ে বয়ে যায়, বয়ে বয়ে যায়

হুম... আ... ওহো...

Subir Nandi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Subir Nandi-এর Amar E Duti Chokh - লিরিক্স এবং কভার