menu-iconlogo
huatong
huatong
avatar

Noya Daman ft Tosiba

Sumi Mirzahuatong
লিরিক্স
রেকর্ডিং
গান: আইলারে নয়া দামান

শিল্পী: সুমি মির্জা

আইলা রে নয়া দামান আসমানের তেরা

বিছানা বিছাইয়া দিলাম

শাইল ধানের নেড়া

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলা রে নয়া দামান, আসমানের তেরা

বিছানা বিছাইয়া দিলাম

শাইল ধানের নেড়া

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

বও দামান কও রে কথা,

খাও রে বাটার পান

যাইবার কথা কও যদি

কাইট্টা রাখমু কান

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

বও দামান কও রে কথা,

খাও রে বাটার পান

যাইবার কথা কও যদি

কাইট্টা রাখমু কান

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলা রে দামানের ভাই

হিজলের মোড়া

ঠুনকি দিলে মাটিত পড়ইন

ষাইট সত্তইরের বুড়া

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলা রে দামানের ভাই

হিজলের মোড়া

ঠুনকি দিলে মাটিত পড়ইন

ষাইট সত্তইরের বুড়া

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলারে দামানের বইন,

কইবা একখান কথা

কইন্যার ভাইর চেহরা দেইখা,

হইয়া গেলা বোবা

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলারে দামানের বইন,

কইবা একখান কথা

কইন্যার ভাইর চেহরা দেইখা,

হইয়া গেলা বোবা

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলারে দামানের ভাইর বউ,

দেখতে বটর ঘাইল

উঠতে বইতে সময় লাগে,

করইন আইল জাইল

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

আইলারে দামানের ভাইর বউ,

দেখতে বটর ঘাইল

উঠতে বইতে সময় লাগে,

করইন আইল জাইল

দামান বও দামান বও

হো দামান বও দামান বও

হো দামান বও দামান বও

হো দামান বও দামান বও

হো দামান বও দামান বও

Sumi Mirza থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Sumi Mirza-এর Noya Daman ft Tosiba - লিরিক্স এবং কভার