menu-iconlogo
huatong
huatong
avatar

কাঙালিনির বন্ধু তুমি

Sumonhuatong
লিরিক্স
রেকর্ডিং
কাঙালিনির বন্ধু তুমি

sumon

কাঙালিনির বন্ধু তুমি

অভাগিনীর বন্ধু তুমি

কাঙালিনির বন্ধু তুমি

অভাগিনীর বন্ধু তুমি

সময় জানো না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

কাঙালিনির বন্ধু তুমি

অভাগিনীর বন্ধু তুমি

কাঙালিনির বন্ধু তুমি

অভাগিনীর বন্ধু তুমি

সময় জানো না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

তুমি আইসো নিরলে

নিরলে....

গাঁথিয়া রাইখাছি রে মালা

বকুলঃ ফুলে রে বন্ধু

পরাবো বলে....

তুমি আইসো নিরলে

নিরলে....

গাঁথিয়া রাইখাছি রে মালা

বকুলঃ ফুলে রে বন্ধু

পরাবো বলে....

নিশীতে আইসো গো বন্ধু

নিশীতে আইসো গো বন্ধু

কেউ যে জানে না....

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

যখন শুইয়া থাকি

শুইয়া থাকি....

শয়নে স্বপনেরে বন্ধু

তোমারে দেখি রে বন্ধু

আসলে ফাঁকি....

যখন শুইয়া থাকি

শুইয়া থাকি....

শয়নে স্বপনেরে বন্ধু

তোমারে দেখি রে বন্ধু

আসলে ফাঁকি....

জাগিয়া তোমায় গো পাইনা

পরানে তুমি আসোনা

কেনো আসোনা.....

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

কাঙালিনির বন্ধু তুমি

অভাগিনীর বন্ধু তুমি

কাঙালিনির বন্ধু তুমি

অভাগিনীর বন্ধু তুমি

সময় জানো না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

অসময়ে বাঁশের বাঁশুরি আর বাজাই ও না

Sumon থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে