BONOLATA SEN
SUVRO DEV
OSS Presents
=======================
জীবনানন্দের বনলতা সেন
আজো বেঁচে আছে
সেই চোখ সেই চুল সেই মন নিয়ে
এসেছ আমারই কাছে
জীবনানন্দের বনলতা সেন
আজো বেঁচে আছে
কবিদের মন আর শিল্পীর চোখে চেয়ে
আমি যে তোমায় ওগো দেখেছি
চন্দ্রের চেয়ে বেশী জোছনার আলো
তোমার মাঝেই আমি খুজে পেয়েছি
তুমি যে আমার শুধু যে আমার
জীবনে তুমি মরণে
জীবনানন্দের বনলতা সেন
আজো বেঁচে আছে
সাগরের নীল আর মোহনার শোভা দিয়ে
বিধাতা তোমায় যেন গড়েছে
পৃথিবীর যত কিছু সুন্দরতম
তোমার হাসিতে লুকিয়ে আছে
তুমি যে আমার শুধু যে আমার
জীবনে তুমি মরণে
জীবনানন্দের বনলতা সেন
আজো বেঁচে আছে
সেই চোখ সেই চুল সেই মন নিয়ে
এসেছ আমারই কাছে
জীবনানন্দের বনলতা সেন
আজো বেঁচে আছে