একবার যদি কেউ ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
একবার যদি কেউ ভালোবাসত
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো.....
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ
ভেঙে দিত সব নীরবতা
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ
ভেঙে দিত সব নীরবতা
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো...
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
এ জীবন তবু কিছু না কিছু পেত...
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
এ জীবন তবু কিছু না কিছু পেত।।
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো.....
Thank You