এমনও তো প্রেম হয়
ও ও চোখের জলে কথা কয়
এমন তো প্রেম হয়
ও ও চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও ও পাষানে বাধে যে হৃদয়
এমন তো প্রেম হয়
ও ও চোখের জলে কথা কয়
HuMaYuN
ও যা কিছু আমার ছিলো
দিয়েছি তারে
ও ভালোবাসা চিনদিন
এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও কেঁদে কেঁদে সৃতি হয়ে রয়
এমন তো প্রেম হয়
ও চোখের জলে কথা কয়
ও ফুল ফোটে ঝরেই যায়
এইতো রীতি
ও তবুও কেন চিরদিন
প্রেম পিরিতি
শত ব্যাথা সয়ে সয়ে
ও ধূপ শিখা হয়ে জেগে রয়
এমন তো প্রেম হয়
ও ও চোখের জলে কথা কয়
এমন তো প্রেম হয়
ও চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও পাষানে বাধে যে হৃদয়
এমন তো প্রেম হয়
ও চোখের জলে কথা কয়
এমন তো প্রেম হয়
ও চোখের জলে কথা কয়