menu-iconlogo
huatong
huatong
avatar

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

Syed Abdul Hadihuatong
লিরিক্স
রেকর্ডিং
তারেক রায়হান

সর্ব প্রথমে জানাই সকল

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি

আ....আ....আ....

তারেক রায়হান

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

তারেক রায়হান

আ....আ....আ....

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে

রোজ এখানে সূর্যওঠে আশার আলো নিয়ে

হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে

সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

তারেক রায়হান

আ....আ....আ....

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা

জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা

সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

যে মাটির বুকে ঘুমিয়ে আছে

লক্ষ মুক্তি সেনা

দেনা তোরা দেনা সে মাটি আমার

অঙ্গে মাখিয়ে দেনা

সবাইকে ধন্যবাদ

Syed Abdul Hadi থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে