menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
মন কান্দে প্রান কান্দে তোর লাগি

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

ও বন্দু রে কই গেলিরে

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

ও বন্দু রে কই গেলিরে

আমায় একা করে

কেন গেলি দূরে

দিকি দিকি তুষের আগুন

জ্বলে রে অন্তরে

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

ও বন্দু রে কই গেলিরে

আমায় একা করে

কেন গেলি দূরে

দিকি দিকি তুষের আগুন

জ্বলে রে অন্তরে

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

ও বন্দু রে কই গেলিরে

চাঁদ নি রাতে পুকুর ঘাটে বসিয়া

প্রেম করিতাম আমরা দুই জন মিলিয়া

আমার বুকে তোর মাথা টা রাখিয়া

হটাত কখন যাইতে রে তুই ঘুমাইয়া

চাঁদ নি রাতে পুকুর ঘাটে বসিয়া

প্রেম করিতাম আমরা দুই জন মিলিয়া

আমার বুকে তোর মাথা টা রাখিয়া

হটাত কখন যাইতে রে তুই ঘুমাইয়া

এই বুক টা খালি করে

জানি না কার ঘরে

কি সুখে ঘুমাস রে বন্দু কার গলা ধরে

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

: Hridoy Sanowar

আমাকে ভূলে যেও না

আমাকে ভূলে যেও না

ভুলে যেও না ও ও ও

সবি আছে আগের মত নাই রে তুই

চোখের নোনা পানি দিয়া মন্টা ধুই

এক জীবনে এতো জ্বলা সহেনা

এই পৃথিবী হয় আরতো ভালো লাগেনা

সবি আছে আগের মত নাই রে তুই

চোখের নোনা পানি দিয়া মন্টা ধুই

এক জীবনে এতো জ্বলা সহেনা

এই পৃথিবী হয় আরতো ভালো লাগেনা

আজো থাকি আসায়,শুধু তরি আশায়

মরার আগে একবার যদি আসিস রে ফিরিয়া

মন কান্দে প্রান কান্দে তোর লাগি

ও বন্দু রে কই গেলিরে

ও বন্দু রে কই গেলিরে

আমায় একা করে

কেন গেলি দূরে

দিকি দিকি তুষের আগুন

জ্বলে রে অন্তরে

ও বন্দু রে কই গেলিরে

ও বন্দু রে কই গেলিরে

ও বন্দু রে আয় না ফিরে

Thank You All Friends

Syed Omy থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে