menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Ghum

T W Shoinikhuatong
ッtrackmaster༻꧂huatong
লিরিক্স
রেকর্ডিং
Tumi Amar Ghum (তুমি আমার ঘুম)

T W Shoinik

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত,

আমি যে সময় জানিনা...

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ

তবুও সমুদ্র চোবনা

মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা

আমি বৃষ্টি চাই, অবিরত মেঘ

তবুও সমুদ্র চোবনা

মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা... ও...

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

ভালবাসা জলের মত

দু'হাত যেন ভরেনা

প্রিয় মুখ তারার মত

দু'চোখে গোনা যায়না

ভালবাসা জলের মত

দু'হাত যেন ভরেনা

প্রিয় মুখ তারার মত

দু'চোখে গোনা যায়না

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা...

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত,

আমি যে সময় জানিনা...

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

T W Shoinik থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে