menu-iconlogo
huatong
huatong
avatar

প্রেম তুমি Prem Tumi

Tahsan Rahman Khanhuatong
লিরিক্স
রেকর্ডিং

আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল

আড়ালে সব লোকোনো

সেই গল্পেরা সব রঙীনহলো অলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেনো

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজো আছে সে পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী

আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল

আড়ালে সব লোকোনো

সেই গল্পেরা সব রঙীনহলো অলকে

তোমাকে হঠাৎ পেয়ে যেনো

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজো আছে সে পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী

অভিমানী.....

Interlude..............

সব থেকেও.. কি যনো নেই

তোমাকে তাই, খুজে যাই, প্রতিখনে..

আমার ভালোলাগা গোলো সব..

তোমায় ভেবে, সাজে রোজ রোজ, এই মনে

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজো আছে সে পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী........

Interlude..............

চেয়ে থাকা.. দূরবহুদূর

যে পথে আজো, রয়ে গেছো স্মৃতির পাতায়

এসো না.. আর একটি বার

শপ্ন যতো, সাজাতে আবার, শুনছ কি আমায়

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজো আছে সে পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী

প্রেম তুমি আসবে এভাবে

আবার হারিয়ে যাবে ভাবিনি

আজো আছে সে পথ শুধু নেই তুমি

বলো কোথায় আছো অভিমানী........

অভিমানী......

Tahsan Rahman Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে