menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
ছিলে আমার স্বপ্নে তুমি

আজ কেন বহুদুর

অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর

কাছে যেতেও সংশয়,

দূরে থাকতে ও লাগে ভয়

এলোমেলো লাগে সবই।

অপূর্ণ রয়ে যায় ভালবাসা

থেকে যায় কিছু কথোপকথন

অপূর্ণ রয়ে যায় ভালবাসা

থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতে

চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে

কাছে যেতেও সংশয়,

দূরে থাকতে ও লাগে ভয়

এলোমেলো হয়ে আমি।

অপূর্ণ রয়ে যায় ভালবাসা

থেকে যায় কিছু কথোপকথন

অপূর্ণ রয়ে যায় ভালবাসা

থেকে যায় কিছু কথোপকথন।

স্মৃতিগুলো মূর্ছে যায় অছেনা কুয়াশাতে

সময় যেন জরাতে চায় জলহীন বরষাতে

কাছে যেতেও সংশয়,

দূরে থাকতে ও লাগে ভয়

এলোমেলো হয়ে আমি।

অপূর্ণ রয়ে যায় ভালবাসা

থেকে যায় কিছু কথোপকথন

অপূর্ণ রয়ে যায় ভালবাসা

থেকে যায় কিছু কথোপকথন।

Tahsan Rahman Khan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে