menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
আজও তাকে মনে পড়ে, পড়ে কি

জাহাজী হাওয়া ছুঁলে

সারা গায়ে জ্বলে নেভে জোনাকি

গোধূলি উপকূলে

আজও তাকে মনে পড়ে, পড়ে কি

পরিযায়ী স্মৃতি যত

আদলে আধোচেনা

একে একে তীরে ফেরে

হিসাব মেলে না, মেলে না কি

তারা খসে পড়ে দূরে একাকী

তারা খসে পড়ে দূরে একাকী

কিশোরী এলোচুলে

রঙে রঙে দিশাহারা সে নাকি

বাহারি বনফুলে

শুকনো পাতার আড়ালে

ক্ষুরে ক্ষুরে ধুলো ওড়ে অনেকক্ষণ

চিতল হরিণের ছায়ারা

আজ উপত্যকায় অন্যমন

আজ উপত্যকায় অন্যমন

আশমানী কিছু ব্যথা বোনে

মায়ার শামিয়ানা

বনে বনে সাড়া পড়ে, সে আসেনা

আসেনা কি

আজও তাকে মনে পড়ে, পড়ে কি

জাহাজী হাওয়া ছুঁলে।

সারা গায়ে জ্বলে নেভে জোনাকি

গোধূলি উপকূলে

গোধূলি উপকূলে

ক্ষনে ক্ষনে পড়ে মনে, পড়ে কি

আপনার পছন্দ হতে পারে