menu-iconlogo
huatong
huatong
avatar

Nagor Ali Kumkum by James(TajWar)

TajWarhuatong
লিরিক্স
রেকর্ডিং
নাগর আলী কুমকুম চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম নাগর আলী কুমকুম

হাদা দে বড়া দে কুলা লুম পালা লুম

হাদা দে বড়া দে পালা লুম কুলা লুম।

ডাবা আন তামাক খান

ডাবা আন তামাক খান

চরকায় করে গুণ গুণাগুণ

নাটাই ধরে টানা হায়রে নাটাই ধরে টানা...

চরকারি কারণে আমার বউয়ের কানে সোনা রে।

নাগর আলী কুমকুম চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম নাগর আলী কুমকুম।

পরাণ খুইলা কও রে চরকা

কোথায় তোমার বাড়ি হায়রে

কোথায় তোমার বাড়ি...

তোমারি দয়াতে আমার বউয়ে পিন্দে শাড়ি রে

নাগর আলী কুমকুম চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম নাগর আলী কুমকুম।

আম কাঠের চরকা আমার

কাঁঠাল কাঠের গোড়া হায়রে

কাঁঠাল কাঠের গোড়া...

হুম নারা হুম নারা...

তোমার সাথে পিরিত কইরা

হইলাম আমি বুড়া রে...

নাগর আলী কুমকুম চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম নাগর আলী কুমকুম।

হাদা দে বড়া দে কুলা লুম পালা লুম

হাদা দে বড়া দে পালা লুম কুলা লুম

ডাবা আন তামুক খান

ডাবা আন তামুক খান

চরকায় করে গুণ গুণাগুণ

নাটাই ধরে টানা হায়রে নাটাই ধরে টানা...

চরকারি কারণে আমার বউয়ের কানে সোনা রে।

নাগর আলী কুমকুম চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম নাগর আলী কুমকুম

চাক্কুম-চুক্কুম

নাগর আলী কুমকুম

চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম

চাক্কুম-চুক্কুম

নাগর আলী কুমকুম

চাক্কুম চুক্কুম

TajWar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

TajWar-এর Nagor Ali Kumkum by James(TajWar) - লিরিক্স এবং কভার