menu-iconlogo
huatong
huatong
tanmay-kar-kada-dili-sada-kapore-cover-image

Kada Dili Sada Kapore

Tanmay Karhuatong
লিরিক্স
রেকর্ডিং
ঝিঙ্গা ফুলের সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে

ঝিঙ্গা ফুলের সাঁঝেতে পেয়ে পথের মাঝেতে

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

এখন হামার হবে কি,

গাঁইয়ের লোকে কবে কি ?

এখন হামার হবে কি,

গাঁইয়ের লোকে কবে কি ?

বিনি দোষে ফেললি ফাঁপরে

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

মুখ মুছে তুই ঘর যাবি ওরে সিয়ানা

মুখ মুছে তুই ঘর যাবি ওরে সিয়ানা

আমি কুথা কাদা ধুব দেখিনে দে না

ও তু দেখিনে দে না

মুখ মুছে তুই ঘর যাবি ওরে সিয়ানা

আমি কুথা কাদা ধুব দেখিনে দে না

ও তু দেখিনে দে না

কলসি দড়ি গলায় বেঁধে,

আবার কলসি দড়ি গলায় বেঁধে

মরবো ডুবে কোন পুকুরে ..

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা

মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা

লুকিন কথা পরানডারে, কুয়ে দে না

ও তুই কুয়ে দে না

মাথার উপর ধম্ম আছে ওরে সিয়ানা

লুকিন কথা পরানডারে, কুয়ে দে না

ও তুই কুয়ে দে না

তুকে লিয়ে যাবো আমি,

তুকে লিয়ে যাবো আমি,

ঘুচে যাবে হামার সরম রে

কাদা দিলি, কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

তু কেনে কাদা দিলি ?

তু কেনে কাদা দিলি সাদা কাপড়ে ?

==ধন্যবাদ==

Tanmay Kar থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে