menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
আমার স্বপ্নগুলো

সবই ভেঙে দিয়েছে

সব আশা ভালোবাসার

সবই কেড়ে নিয়েছে

এত ব্যথায়, শত যন্ত্রণায়

তাকে ভেবেছি

তার হাসিতে একটুখানি

সুখ খুঁজে নিয়েছি

কভু পাইনি আমি

একটুও সুখ

অবাক হয়ে দেখেছি

তার হাসি

আমি শুধুই ভালোবেসেছি

তা সে কখনও বুঝেনি

প্রতিটি রাতে সব হারিয়ে

তাকে গড়েছি

তার মিথ্যে প্রতিবাদ

মিথ্যে তার ভালোবাসা

সে বলেছিলো আমারই রবে

শুধুই আমার

সে বলেছিলো ভালোবাসে

শুধুই আমায়

তাই তো আজ আমি বসে একা

শুধু তার আশায় বসে একা

সব ভুল, আজ সবই মিথ্যে

ভালোবাসা দিয়েছি, এই তার পাওয়া

আমার একাকীত্বের মাঝে

তুমি ছিলে না তো পাশে

ছিল তোমার দিয়ে যাওয়া ব্যথাগুলো বুকে

অগোছালো স্বপ্ন গুছিয়ে লিখি গান

গানের মাঝে রাখি তোমার প্রতি আহ্বান

আজ সুখে আছ তুমি কেন আমায় ফেলে

যাও তোমায় রেখে দিলাম সেই সুখের মাঝে

আজ নীরবে একটি বার

চেয়ে দেখো আমায়

জানি তবুও বুঝবে না তুমি আমায়

সব ব্যথা ঝরছে অশ্রু হয়ে

জানি ভালোবাসোনি কখনও আমায়

তাই তো আজ আমি বসে একা

শুধু তার আশায় বসে একা

আমার স্বপ্নগুলো

সবই ভেঙে গিয়েছে

সব আশা ভালোবাসার

সবই কেড়ে নিয়েছে

Tanveer Evan থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে

Tanveer Evan-এর Mitthe - লিরিক্স এবং কভার