menu-iconlogo
huatong
huatong
avatar

Amar golpo shune

Tapan Chowdhuryhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
লিরিক্স
রেকর্ডিং
আমার গল্প শুনে

কারো চোখে করুণার

জল যদি আসে

ভীষণ দুঃখ পাবো

আমি তো রয়েছি সুখে

এক বুক বেদনা নিয়ে

আমার গল্প শুনে

কারো চোখে করুণার

জল যদি আসে

ভীষণ দুঃখ পাবো

আমি তো রয়েছি সুখে

এক বুক বেদনা নিয়ে।

দুঃখ আমার কন্ঠের মণিহার

চাইলেও কেউ পারবেনা ছিড়তে

দুঃখ আমার কন্ঠের মণিহার

চাইলেও কেউ পারবেনা ছিড়তে

হৃদয়ের স্বার্থে হৃদয়ের মতো

হৃদয়ের স্বার্থে হৃদয়ের মতো

বাঁধা যে কঠিন বাঁধনে

ভীষণ দুঃখ পাবো

আমি তো রয়েছি সুখে

এক বুক বেদনা নিয়ে

ফুলেরও মালা নয়নের জল শুধু

সান্ত্বনা নেই বেদনা বাড়াবে

ফুলেরও মালা নয়নের জল শুধু

সান্ত্বনা নেই বেদনা বাড়াবে

মূত্যু আমার ছায়ারই মতো

মূত্যু আমার ছায়ারই মতো

দেয় যাতনা যেন সারাক্ষণ

ভীষণ দুঃখ পাবো

আমি তো রয়েছি সুখে

এক বুক বেদনা নিয়ে

আমার গল্প শুনে

কারো চোখে করুণার

জল যদি আসে

ভীষণ দুঃখ পাবো

আমি তো রয়েছি সুখে

এক বুক বেদনা নিয়ে

আমার গল্প শুনে

কারো চোখে করুণার

জল যদি আসে

আমার গল্প শুনে

কারো চোখে করুণার

জল যদি আসে

Tapan Chowdhury থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে