menu-iconlogo
huatong
huatong
লিরিক্স
রেকর্ডিং
যদি ভুল করে

কাছে এসে থাকি

যদি ভুল করে

ভালোবেসে থাকি

তবে সে ভুলের অনুশোচনা...

আমাকেই করতে দাও...

বিরহের অনলে আজ...

আমাকেই পুড়তে দাও....

যদি ভুল করে

কাছে এসে থাকি.....

Cr shahariar islam

Choice by Shahariar islam

হয়তো এ গান হবে শেষ গান

জানবে না ছিল কি অভিমান...

হয়তো এ গান হবে শেষ গান

জানবে না ছিল কি অভিমান...

একটু না পাওয়ার

বেদনা নিয়ে...

একটু না পাওয়ার...

বেদনা নিয়ে...

আামায় একা তুমি কাঁদতে দাও

যদি ভুল করে

কাছে এসে থাকি

যদি ভুল করে

ভালোবেসে থাকি

তবে সে ভুলের অনুশোচনা

আমাকেই করতে দাও..

বিরহের অনলে আজ...

আমাকেই পুড়তে দাও...

যদি ভুল করে

কাছে এসে থাকি.....

একদিন শেষ হবে এ জীবন

ডাকবে আমায় কাছে মরণ.....

একদিন শেষ হবে এ জীবন

ডাকবে আমায় কাছে মরণ....

ভেঙ্গে যাওয়া স্বপ্ন

হৃদয়ে নিয়ে...

ভেঙ্গে যাওয়া স্বপ্ন

হৃদয়ে নিয়ে...

আমায় একা তুমি বাঁচতে দাও

যদি ভুল করে

কাছে এসে থাকি

যদি ভুল করে

ভালোবেসে থাকি

তবে সে ভুলের অনুশোচনা...

আমাকেই করতে দাও

বিরহের অনলে আজ....

আমাকেই পুড়তে দাও

যদি ভুল করে

কাছে এসে থাকি....

Tapan Chowdhury থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে