menu-iconlogo
huatong
huatong
avatar

Aami Tomakei Bole Debo

Taposh/Bappa Mazumderhuatong
লিরিক্স
রেকর্ডিং
আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানে না, না জানে আড়াল

আমি কাউকে বলিনি সে নাম

কেউ জানে না, না জানে আড়াল

জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া

জানে কান্নার রঙ, জানে জোছনার ছায়া

তবে এই হোক, তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ

তবে এই হোক, তীরে জাগুক প্লাবন

দিন হোক লাবণ্য, হৃদয়ে শ্রাবণ

তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া

তুমি কান্নার রঙ, তুমি জোছনার ছায়া

আমি তোমাকেই বলে দেবো কী যে একা দীর্ঘ রাত

আমি হেঁটে গেছি বিরান পথে

আমি তোমাকেই বলে দেবো সেই ভুলে ভরা গল্প

কড়া নেড়ে গেছি ভুল দরজায়

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

ছুঁয়ে কান্নার রঙ, ছুঁয়ে জোছনার ছায়া

Taposh/Bappa Mazumder থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে