menu-iconlogo
huatong
huatong
avatar

Jekhane Simanto Tomaar

Taposh/Kumar Bishwajithuatong
লিরিক্স
রেকর্ডিং
তুমি কি চাও না সোনালি দিনে

সোনালি সুখেরই সারা

কাঁটার আঘাত ভুলে তুমি

ধরা দাও আমারই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি, চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেও তো আমার আছে জানা

হাজার ফুলে ছেয়েছে যে পথ

আমি চিনি, চিনি সে ঠিকানা

তোমার মনের নীরব ভাষা

সেও তো আমার আছে জানা

আমি তো চাই না তোমার এ দ্বিধা

ভেঙে দাও কাঁচেরই বাধা

সীমার বাঁধন ছিঁড়ে তুমি

ধরা দাও আমারই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

ঝড়ের দিনে ভুলেছে যে পথ

আমি জানি, জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আশা

ঝড়ের দিনে ভুলেছে যে পথ

আমি জানি, জানি তার বেদনা

নতুন আলোর জোয়ার এনে

আমি চাই তারে দিতে আশা

তুমি কি চাও না সোনালি দিনের

সোনালি সুখের ইশারা

কাঁটার আঘাত ভুলে তুমি

এসো এই ফুলেরই কাছে

যেখানে সীমান্ত তোমার

সেখানে বসন্ত আমার

ভালোবাসা হৃদয়ে নিয়ে

আমি বারে বার আসি ফিরে

ডাকি তোমায় কাছে

Taposh/Kumar Bishwajit থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে