menu-iconlogo
huatong
huatong
avatar

Aaj Ei Brishtir Kanna Dekhey

Taposh/Paponhuatong
লিরিক্স
রেকর্ডিং
আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রুভরা দু'টি চোখ

তুমি ব্যথার কাজল মেঘে

লুকিয়েছিলে ওই মুখ

আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রুভরা দু'টি চোখ

তুমি ব্যথার কাজল মেঘে

লুকিয়েছিলে ওই মুখ

বেদনাকে সাথী করে

পাখা মেলে দিয়েছো তুমি

বেদনাকে সাথী করে

পাখা মেলে দিয়েছো তুমি

কত দূরে যাবে বলো

কত দূরে যাবে বলো

তোমার পথের সাথী হবো আমি

আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রুভরা দু'টি চোখ

তুমি ব্যথার কাজল মেঘে

লুকিয়েছিলে ওই মুখ

একাকিনী আছো বসে

পথ ভুলে গিয়েছো তুমি

একাকিনী আছো বসে

পথ ভুলে গিয়েছো তুমি

কোন দূরে যাবে বলো

কোন দূরে যাবে বলো

তোমার চলার সাথী হবো আমি

আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রুভরা দু'টি চোখ

তুমি ব্যথার কাজল মেঘে

লুকিয়েছিলে ওই মুখ

আজ এই বৃষ্টির কান্না দেখে

মনে পড়লো তোমায়

অশ্রুভরা দু'টি চোখ

তুমি ব্যথার কাজল মেঘে

লুকিয়েছিলে ওই মুখ

Taposh/Papon থেকে আরও

সব দেখুনlogo

আপনার পছন্দ হতে পারে